সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

গাজীপুর সিটি কর্পোরেশন প্রশাসকের দায়িত্ব গ্রহণ 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি কর্পোরেশন প্রশাসকের দায়িত্ব গ্রহণ 

গাজীপুর সিটি কর্পোরেশনের  নবনিযুক্ত প্রশাসক ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম মঙ্গলবার (২০ আগস্ট) দায়িত্ব গহণ করেন। পরে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন জোনের আঞ্চলিক নির্বাহী  কর্মকর্তা, নগর ভবনের সব কর্মকর্তা কর্মচারীর সঙ্গে এক মতবিনিময় সভা করেন। 

তিনি বলেন, এর পুর্বে আমি গত সোমবার গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে যোগদান করে আজকেই দায়িত্ব গ্রহণ করেছি। বর্তমান সরকার একটা দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠন করতে চায়। এবং সরকারি সেই আদর্শের জায়গায় আইন বহির্ভুত নীতি বহির্ভুত যেকোন ধরনের কার্যক্রমকে গাজীপুর সিটিকর্পোরেশন ও গাজীপুর জেলা প্রশাসন বিভিন্ন সমস্যা সমাধান করার ইতোমধ্যে কাজ শুরু করেছে। 

আজকে এ বিষয় নিয়ে যে মতবিনিময় সভা করলাম সেই মতবিনিময় সকলের সঙ্গে একটা বিষয় নিয়ে সিদ্ধান্ত নিলাম। আমরা যারা জনগণের সেবক জনগণের ট্যাক্সের টাকায় বেতন হয়। জনগণকে সার্ভিস দিয়ে থাকি তাদের সেই সার্ভিসটা যেন সঠিক হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রত্যেকটা বিভাগ সরকারের ট্যাক্সসহ অন্য যে সকল সমস্যা আছে তা সরকারের নজরে আনব। 

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্দ সফিকুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হান্নান, প্রধান সম্পত্তি কর্মকর্তা নন্দিতা দে, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মানুন, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আকবর হোসেনসহ নেতারা।

টিএইচ